জাতীয়
ঘর পাচ্ছেন আরও ২০ হাজার ভূমিহীন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ‘আশ্রয়ণ-২’ প্রকল্পের আওতায় পঞ্চম ধাপে আরও ২০ হাজার গৃহহীণ ও ভূমিহীন মানুষ ঘর পাচ্ছেন। আগামী জুন মাসেই তাদের ঘর বরাদ্দ দেওয়া হতে পারে।
এই ঘর বরাদ্দ দেওয়ার লক্ষ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে তার ব্যয় সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে সম্পন্ন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (২১ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, প্রধামন্ত্রী গৃহহীন ও ভূমিহীদের জন্য ঘরের ব্যবস্থা করছে। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৫২০ জন গৃহহীন ও ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চম পর্যায়ের অবশিষ্ট অংশ আরও ২০ হাজার ভূমিহীনকে ঘর বরাদ্দ দেওয়া হবে।
তিনি বলেন, ঘরগুলো এরই মধ্যে হয়ে গেছে। এখন ফরমাল অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হবে। এই অনুষ্ঠানের কাজগুলো সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয় কাজ সম্পন্ন করার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কবে নাগাদ এই ঘরগুলো হস্তান্তর করা হবে- এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, প্রধামন্ত্রীকে সামারি দেওয়া হয়েছে, সম্ভাব্য জুন মাস। এখনো তারিখ নির্ধারিত হয়নি। প্রধামন্ত্রী সুবিধামতো সময় দেবেন।