গৌরনদী
গৌরনদীতে শিশু ধর্ষণের মামলায় তরুণ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাফিজ হাওলাদার (২৪) উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতী গ্রামের মেনহাজউদ্দিন হাওলাদারের ছেলে।মামলার পর শুক্রবার রাতে তাকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয় বলে গৌরনদী থানার এসআই কেএম আব্দুল হক জানান।
এসআই মামলার নথির বরাতে বলেন, গত ৩১ মে দুপুরে ঘরের পেছনে নলকূপের পানিতে গোসল করতে যায় ১১ বছরের এক শিশু। সেখান থেকে হাফিজ তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের কথা প্রকাশ করলে হত্যার হুমকি দেন হাফিজ।
কিন্তু শিশুটি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর শিশুর নানি ২ মে গৌরনদী থানায় মামলা করেন। শিশুর বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
সে নানির সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। এসআই বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে ঢাকার সভার থেকে হাফিজকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।