গৌরনদী
গৌরনদীতে মাদকাসক্ত বিষয়ে সেমিনার
গৌরনদী প্রতিনিধি ॥ জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধী, প্রবীণ ও মাদকাসক্ত বিষয়ক যুব সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস বরিশাল অঞ্চল (এসডিডিবি) প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, কারিতাসের ফিল্ড এনিমেটর শুনিল মল্লিক, পল্লব রায়, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।