গৌরনদী
গৌরনদীতে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক॥ সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা কক্ষে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যেদ আমরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল হক কাওছার, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়াসহ অন্যান্যরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, ডাক্তার, সেবিকা, সংবাদিক, শিক্ষকসহ দুইশতাধিক বিশিষ্টজনদের দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ করা হয়।