গৌরনদী
গৌরনদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ জেলার গৌরনদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারী কমিশনার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।