গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদীতে শারমীন আক্তার (১৮) নামের এক এইচ,এস,সি পরীক্ষার্থী কলেজ ছাত্রী রোববার দুপুরে নিজ বাসার সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, নিহত কলেজ ছাত্রী সরকারী গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের এইচ,এস,সি পরীক্ষার্থী। সে উপজেলার টরকীর চর এলাকার বাসিন্দা ও টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান খোকন সরদারের মেয়ে।পুলিশের একটি সূত্র বলছে, নিহতের পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে, কলেজ ছাত্রী শারমীন আক্তার (১৮)কে তার ছোটভাই শাকিল রোববার দুপুর ২টার দিকে খাবার খেতে ডাকতে শারমিনের রুমের কাছে যায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে শারমিনকে ডাকাডাকি করে। এ সময় শারমীন ভেতর থেকে কোন সাড়া না দেয়ায় পরিবারের লোকজন রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে রুমের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে শারমীনকে ঝুলতে দেখে ডাক-চিৎকার দেন ও আর্তনাদ শুরু করেন। পরে সেখান থেকে এলাকাবাসী ও স্বজনরা তাকে নামিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তখন তাকে মৃত ঘোষণা করেন।গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মিজানুর রহমান জানান, এটি আত্মহত্যা না হত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আত্মহত্যা হলে তার কারণ কি তাও জানা জায়নি। তিনিসহ থানা পুলিশ এর একটি দল ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার আইনগত প্রক্রিয়া সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।নিজস্ব প্রতিবেদক॥