গৌরনদী
গৌরনদীতে কলেজছাত্রের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার বাগানে ঝুলন্ত অবস্থায় গোলাম ফজলে রাব্বি (১৯) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে। রাব্বি ওই এলাকার মোস্তাফিজুর রহমান ওরফে মোসলেম বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, স্থানীয়রা ফজলে রাব্বির মরদেহ একটি গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। থানার এসআই আব্দুল হক জাম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রাব্বির লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের বড় ভাই সিরাজুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে ওসি জানান।