গৌরনদী
গৌরনদীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক ॥ রাজস্ব বাজেটে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদীর উন্মুক্ত জলাশয়ে এক হাজার ২৮৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশারসহ অন্যান্যরা।