গৌরনদী
গৌরনদীতে নৌকার প্রার্থী হারিছের হ্যাট্রিক জয়
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হারিছুর রহমান হারিছ।
হারিছুর রহমান হারিছ ২৩ হাজার ২৭২ ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান পেয়েছেন ৬৮৯ ভোট।
সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এ জয় হয়েছে বলে জানিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হারিছুর রহমান।
এদিকে ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে দুপুরে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান। তিনি জানিয়েছেন, ভোট কারচুপিতে সরকারের কর্মকর্তারাও সহযোগিতা করেছেন।