জাতীয়
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি
গাইবান্ধা-৫ আসনে পুনরায় নির্বাচন দাবি জাতীয় পার্টির
রিপোর্ট দেশজনপদ ॥ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আজ বুধবার সকাল থেকেই প্রায় শতভাগ কেন্দ্রে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থীর এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। তারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে, আবার ভোট কেন্দ্রের গোপন কক্ষে সন্ত্রাসীরা অবস্থান করে ভোটারের ইচ্ছের বিপক্ষে ভোট দিয়েছে। এসব কারণে, ইতোমধ্যে নির্বাচন কমিশন গাাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছে। এজন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমরা গাইবান্ধা-৫ আসনে তফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এ দাবি জানান।
এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেখা করে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি :
জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপিকে আহ্বায়ক ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তিকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
এর আগে বুধবার জি এম কাদের পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।