সারাদেশ
গাঁজাসহ গ্রেপ্তার বাবা-মেয়ে
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেইট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ সৎ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) রাতে নগরের আকবরশাহ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, খুরশিদা আক্তার প্রকাশ খুশি (৩০) ও তার সৎ বাবা মো. হাছিম প্রকাশ কাশিম (৬৫)।
আকবরশাহ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ উল্ল্যাহ জানান, সিটি গেইটের পূর্ব পাশে মক্কা হোটেলের সামনে মহাসড়কের ওপর স্টার লাইন পরিবহনের বাস থেকে মো. কাশিম ও খুশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাশিমের দেহ তল্লাশী করে ট্রাভেল ব্যাগের ভিতর থেকে কস্টেপ মোড়ানো ৬ কেজি গাঁজা ও খুশির পরিহিত বোরকার ভিতর তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পরস্পর বাবা-মেয়ে সম্পর্ক। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।