গলাচিপা
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো: আরিফ হোসেন নামের এক অটোচালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে গলাচিপা টু উলানিয়া সড়কের উলানিয়া কারিমিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।
আরিফ হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নেয়র আফাল কাঠি গ্রামের মান শরীফের ছেলে। গত এক মাস আগে ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আটখালী গ্রামের হাকিম আলী মোল্লার মেয়ে রেহেনা বেগমকে বিবাহ করেন তিনি। এরপর থেকে শশুর বাড়িতেই বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অটোচালক আরিফ হোসেন যাত্রী নিয়ে গলাচিপা থেকে উলানিয়া যাওয়ার পথে মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে ধাক্কা লেগে অটোটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। যাত্রীরা তীরে উঠতে পারলেও তিনি তীরে উঠতে পারেননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ থানায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরের ব্যবস্থা নেয়া হবে।