গলাচিপা
গলাচিপায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন॥
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর গলাচিপায় মাস্ক পরিধানে কঠোর অবস্থানে প্রশাসন। উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত থেকে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার মাইকিং করে জনসাধারণকে সতেচন হওয়ার আহবান জানান। মাইকিং করে ব্যবসায়ীদের জানানো হয় মাস্ক নাই সেবা নাই কার্যক্রম চালু রাখার জন্য নতুবা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার অব্যাহত থাকবে। তিনি মসজিদসমূহে ইমাম মুয়াজ্জিন ও মন্দিরগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলা বিষয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে।