গলাচিপা
গলাচিপায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ। সভায় নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।