কলাপাড়া
গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার (৬০) নামের এক মুদী দোকানীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহতের মেজ ছেলে রাকিব হাসান (২৫) বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।
গ্রেফতাররা হলেন – ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্যাম হাওলাদারের ছেলে বাহাউদ্দিন (৪০), একই এলাকার আলী আশ্রাফ হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৩৫), মোখছেদ মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশের ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মনোহারী মালামাল বাকি নেন। গতকাল শুক্রবার বেলা এগারোটার দিকে ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রফিক তার দলবল নিয়ে ইসমাইলের ওপর দু’দফা হামলা চালায়। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে পরে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।