পটুয়াখালী
গলাচিপায় জেল হত্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর গলাচিপায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবস শুরু হয়ে জাতীয় ৪ নেতাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মো. ফকরুল ইসলাম মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহীন শাহ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট মো. ফকরুল ইসলাম মুকুল বলেন, ‘ঘাতকরা কতটা নির্লজ্য হয়ে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ ৪ সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মুনসর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে ৩ নভেম্বর কলঙ্কময় অধ্যায়।
পরে চার নেতার বিদেহী আত্মার শান্তি কামনায় দলীয় অফিসে দোয়া মিলাদের আয়োজন করা হয়।