পটুয়াখালী
গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরকে সংবর্ধনা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের সাধারণ জনগনের আয়োজনে হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডাকসুর ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর।
এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলার আহব্বায়ক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য সফিকুল ইসলাম ফাহিম, বরিশাল মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু নাঈম, উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সীসহ গণ অধিকার পরিষদের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও চরকাজল এবং চরবিশ্বাস ইউনিয়ন আপামর সাধারণ জনগন ও স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফ্যাসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠন হলেও দেশে নানা রকম সংকট – অস্থিরতা আছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি ভাবে আওয়ামী লীগ দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ হবে। সরকার বিচার বিভাগের নির্বাহী আদেশের মাধ্যমে সে পদক্ষেপ নিবে বলে তিনি জানান।