বরিশাল
গভীর রাতে বরিশাল রেঞ্জ ডিআইজির মহৎ উদ্যেগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহা নগরীর বিভিন্ন স্থানে ওই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্যেগ নেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়।
উত্তরের কনকনে বাতাসে ও মৃদু শত্যপ্রবাহে শীত যেনো জেঁকে বসেছে বরিশালে। মহানগরীর বিভিন্ন পয়েন্টে সাধারণ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মধ্যে গভীর রাতে যেনো এক টুকরো উষ্ণতা নিয়ে হাজির হন ডিআইজি ।
শীতবস্ত্র বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন উক্ত রেঞ্জের এডিশনাল ডিআইজি মহোদয়, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টরবৃন্দ সহ অন্যান্য অফিসার ও ফোর্স।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ডিআইজি মহোদয় কর্তৃক শীতার্ত ও আর্ত মানবতার পাশে দাঁড়ানো তাঁর গণমুখী ও মানবিক পুলিশিং কার্যক্রমের একটি অংশ মাত্র।