জাতীয়
গভীর রাতে বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ ট্রলারডুবি
নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণ এলাকায় এফবি আল্লাহর শান নামে একটি মাছ ধরার ট্রলারের তলা ফেটে গিয়ে ডুবে গেছে। ওই ট্রলারের মাঝি ফুল মিয়াসহ ১৫ জন জেলে ছিল। মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে একটি ট্রলার ওই ট্রলারটির কাছে গিয়ে জেলেদের উদ্ধারের চেষ্টা করছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার দক্ষিণে মঙ্গলবার রাতে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল।
রাত ১২টার দিকে হঠাৎ মজিবুর রহমানের মালিকানা এফবি আল্লার শান নামে ট্রলারটির তলা ফেটে গিয়ে ডুবে যায়।
পার্শবর্তী ট্রলারের জেলেরা ডুবে যাওয়ার খবর সমিতিতে জানায় এবং তাদের জেলেদের উদ্ধারের জন্য যেতে বলা হয়। তারা দ্রুত ডুবন্ত ট্রলারের মাঝিমাল্লাদের উদ্ধার করতে পেরেছে বলে জানায়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বুধবার সকালে সেন্টু খানের মালিকানা এফমি হাজেরা ট্রলার ডুবে যাওয়া জেলেদের উদ্ধার করে ঘাটে দিকে রওনা হয়েছে।