গৌরনদী
গণতন্ত্র হত্যাকারীরা এখন গণতন্ত্রের কথা শোনান : আবুল হাসানাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিলো, সেই হত্যাকারীর দলের দোসররা এখন আবার আমাদের গনতন্ত্রের কথা শোনায়। দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নির্বিগ্নে সভা সমাবেশ করতে পারছে। কিন্তু বিগত জোট সরকারের আমলে আওয়ামী লীগের সমাবেশে তারা গ্রেনেড হামলা করেছিলো।
রোববার বেলা এগারটায় জেলার গৌরনদী উপজেলার ৮৪৮ জন মুক্তিযোদ্ধাদের মাঝে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মুক্তিযোদ্ধারা আজ সম্মানিত। তাই সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আবদুর রইচ সেরনিয়াবাত, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ সহ অন্যান্যরা।