জাতীয়
খুলনা-বেনাপোল ট্রেন চলাচল শুরু ৫ মাস ১০ দিন পর
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘ ৫ মাস ১০ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় চালু হয়েছে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি। দীর্ঘদিন লকডাউনে থাকার পর সীমিত আকারে বেনাপোল-ঢাকা, খুলনা-চিলাহাঁটি, খুলনা-রাজশাহী ও খুলনা-ঢাকার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। গত ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় বেতনা এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তীতে সারা দেশে লোকাল ট্রেনগুলো পূণরায় চালানোর নিদ্ধান্ত নেয় সরকার। তারই পরিপেক্ষিতে শনিবার দুপুরে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি। বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার মো: সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বে বেনাপোল- খুলনার মধ্যে বেতনা এক্সপ্রেসটি দিনে দুই বার চলাচল করতো। করোনাভাইরাসের কারণে সীমিত আকারে ট্রেনটি একবার চলাচল করবে।