গৌরনদী
কোস্টগার্ডের ট্রাক ও পুলিশের টহল পিকআপের সংঘর্ষ, আহত ৪ পুলিশ
নিজস্ব প্রতিবেদ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী এলাকায় কোস্টগার্ডের ট্রাক ও পুলিশের টহল পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ ৪ জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের পিকআপটি। তবে পিকআপে থাকা অপর দুই কনস্টেবল অক্ষত রয়েছেন।
বুধবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন গৌরনদী থানার উপ-পরিদর্শক আরিফ, সহকারী উপ-পরিদর্শক আমিনুল এবং কনেস্টাবল রিয়াজ ও রহমান। তাদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, কোস্টগার্ডের একটি ট্রাক ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৮ টার দিকে গৌরনদীর বার্থী এলাকা অতিক্রমকালে থানার একটি পিকআপের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে বলে জানান তিনি।