কলাপাড়া
কুয়াকাটা পৌর নিার্বচন
কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিন
কলাপাড়া প্রতিনিধি ॥ আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভা নির্বাচন। ভোটগ্রহণকে কেন্দ্র করে গতকাল রবিবার বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী এলাকার ৯টি ভোটকেন্দ্র পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রে সাতটি করে ইভিএমের মাধ্যমে ভোটাররটা তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
সকাল ৮টা থেকে বিরতীহিনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে ৮১২২ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন, ৯টি কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
২০১০ সালের ১৯ সেপ্টেম্বর কুয়াকাটাকে পৌরসভায় উন্নীত করা হলেও ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।