কলাপাড়া
কুয়াকাটা সৈকতে ফের মৃত কচ্ছপ
নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটা সৈকতে ফের ভেসে আসল একটি মৃত কচ্ছপ। বুধবার রাতে কচ্ছপটি লেম্বুর চর এলাকায় ভেসে আসে কচ্ছপটি। এটির দুই পায়ে পচন ধরেছে। কচ্ছপটি বালুচাপা দেয়া হয়েছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, এ নিয়ে ২০২২ সালে কুয়াকাটা সৈকতে মোট ১১টি কচ্ছপ ভেসে আসল। যার মধ্যে দুইটি ছিল জীবিত।