কলাপাড়া
কুয়াকাটা সৈকতে জীবিত কচ্ছপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি জীবিত কচ্ছপ। পরে সেটিকে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। শনিবার (২১ মে) সকাল ১০টায় সৈকতের চর গঙ্গামতি পয়েন্টে কচ্ছপটি জালে পেঁচানো অবস্থায় দেখতে পান স্থানীয় ট্যুর গাইড জাহিদুল। পরে তিনি ব্লু-গার্ড সদস্যদের খবর দেন।
ব্লু-গার্ডের সদস্যরা জানান, কচ্ছপটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, এটি ডিম পাড়তে তীরের দিকে চলে এসেছে। পরে জালে আটকা পড়েছে। এটির ওজন ৩৫ থেকে ৪০ কেজি হতে পারে। কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে।
ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আজকে অবমুক্ত করা কচ্ছপটির নাম ‘সবুজ সাগর কাছিম’। প্রজাতির কচ্ছপেরা সাধারণত ওজনে ৩০০ কেজিরও বেশি হয়ে থাকে এবং প্রায় ১০০ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে। ২৫ বছর বয়স থেকে প্রতি ২-৪ বছর পর পর তারা ডিম পাড়ে। এদের মসৃণ খোলস দেখতে অনেকটা অশ্রুবিন্দুর মতো।
তিনি আরও বলেন, সবুজ কচ্ছপ অন্য যে কোনো সামুদ্রিক কচ্ছপের তুলনায় অনেক বেশি সময় পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। এরা সাধারণত কক্সবাজার থেকে টেকনাফের কিছু উপকূলীয় এলাকায় বাস করে থাকে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। আমাদের সদস্যদের মাধ্যমে সৈকতে নজরদারি বাড়িয়েছি। যাতে এদেরকে মারা না হয়।
এর আগে ১৯ এপ্রিল সৈকতের ঝাউবাগান পয়েন্টে এক পা-বিহীন আরও একটি জীবিত মা কচ্ছপ ভেসে এসেছিল।