কলাপাড়া
কুয়াকাটায় অজগর সাপ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধার পর পৌরnশহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
আজ শুক্রবার(২সেপ্টেম্বর) এটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে।
এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, উক্ত কৃষকের জমিতে দেয়া জালে সাপটি আটকে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি ।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে।