বরিশাল
কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ ছাত্রের লাশ ১২ দিন পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হোসেনের মরদেহ ১২ দিন পর উদ্ধার হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তার ভাসমান লাশ উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মো. মাসুম পারভেজ জানান, কচুরিপানার মধ্যে একটি লাশ দেখে স্থানীয়রা কোস্টগার্ডে খবর দেয়।
কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালিয়ে পঁচনধরা অর্ধ গলিত লাশটি উদ্ধার করে। খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তার (ফাহাদ) মরদেহ শনাক্ত করেন।
এর আগে গত ২৭ আগস্ট বিকেলে বন্ধুদের সাথে একটি ট্রলারে কীর্তনখোলা নদীতে নৌ ভ্রমনে গিয়েছিলো ফাহাদ। এসময় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় ফাহাদ। নিখোঁজের ১২ দিন পর তার লাশ উদ্ধার হলো।