বরিশাল
বরিশালে জেলেদের হামলা ঠেকাতে জলকামানের ব্যবহার
মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা ঠেকাতে বরিশালে প্রথমবারের মতো জলকামান ব্যবহার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে জেলেদের হামলা ঠেকাতে এ অভিনব পদ্ধতি গ্রহণ করেছে প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে জলকামান ব্যবহার করা হয়।
জানা গেছে, নদীতে অভিযান পরিচালনার সময় জেলেরা একাধিকবার ইট-পাটকেল নিক্ষেপ, বাঁশ দিয়ে অভিযান পরিচালনাকারী দলের উপর একাধিক হামলা চালায়। এতে অভিযানকারী দলের একাধিক সদস্য আহতও হয়েছে।
হামলা থেকে রক্ষা পায়নি জেলা মৎস্য কর্মকর্তাসহ কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। হামলা থেকে বাঁচতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি ছুড়তেও বাধ্য হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে জেলেদের হামলা প্রতিহত করতে এ কৌশল অবলম্বন করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, অবৈধভাবে মা ইলিশ শিকাররোধে অভিযান অব্যাহত রয়েছে। আমাদের কর্মীরা প্রায়ই জেলেদের হামলার মুখে পড়েন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের জলকামান ব্যবহার শুরু হয়েছে। এতে রক্তপাত বা সরাসরি সংঘর্ষ ছাড়াই জেলেদের ছত্রভঙ্গ করা সম্ভব হবে।