গৌরনদী
বরিশালে আজানের মাঝেই ইমামের কক্ষ থেকে টাকা চুরি
বরিশালের গৌরনদী উপজেলার বড়কসবা কাজী আব্দুল আউয়াল শাহী জামে মসজিদের ইমাম যোহরের আজান দেওয়ার সময়ই তার কক্ষ থেকে টাকা চুরি করে নিয়েছে চোর। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মসজিদটি ঢাকা-বরিশাল মহাসড়কের পাশেই অবস্থিত।
মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান জানান, তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন। ঘটনার সময় তিনি মাইকে দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন। এ সুযোগে চোর মসজিদে প্রবেশ করে তার কক্ষে ঢুকে পাঞ্জাবির পকেট থেকে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ইমাম আরও জানান, আমার কক্ষে প্রবেশের বিষয়টি গ্লাসের মাধ্যমে দেখতে পেলেও আজান ছেড়ে ওই চোরকে ধরতে যাওয়া সমীচিন মনে করিনি। তবে আজান শেষ হওয়ার পর অনেক খোজাখুজি করেও চোরকে পাওয়া যায়নি।
একজন স্থানীয় নারী প্রত্যক্ষদর্শী জানান, আমি প্রথমে ভেবেছিলাম নামাজ পড়তে কেউ মসজিদে ঢুকছেন। পরে জানতে পারি, সে-ই ব্যক্তি ইমামের কক্ষ থেকে টাকা চুরি করেছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।