ভোলা
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ভোলায় ১৭ জেলে আটক
ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৭ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দ করা হয়েছে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৫ কেজি ইলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান-উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ আটককৃত জেলেদের মধ্যে ১২ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে অপ্রাপ্ত বয়স্ক ৪ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া একজনকে তিন হাজার টাকা জরিমানা করা জয়। তাদের মধ্যে একজনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বাকিরা ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস বলেন, “বোরহানউদ্দিন উপজেলাধীন তেতুঁলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ১৭ জেলেকে আটক করা হয়।
সরকার কর্তৃক নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় আটককৃতদের জেল-জরিমানা ও অপ্রাপ্তবয়স্কদের মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে।
জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ইলিশ স্থানীয় বিভিন্ন মাদরাসায় বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন,অভিযানে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,নৌবাহিনী,কোস্ট গার্ড ও পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।