বোরহানউদ্দিন
ভোলায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকারের দায়ে ২১ জেলের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেলেদের ২১ জনকে ১০ দিনের কারাদণ্ড এবং তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস। জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের সময় ২৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। মা ইলিশ সংরক্ষণে চলতি বছরের ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।