বরিশাল
বানারীপাড়ার রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই
বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করপাড়া গ্রামের সুমন হাওলাদার নামের সাবেক এক প্রবাসীর বসত ঘর “রহস্যজনক” অগ্নিকান্ডের পুড়ে ছাই হয়ে গেছে। রোববার ( ১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় সুমন হাওলাদারের পরিবারের সদস্যরা বাড়িতে ছিল না। তার পরিবার অন্যত্র বেড়াতে গিয়েছিল। তাদের দাবি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক লাইনের মেইন সুইচ বন্ধ করা ছিল।
প্রতিবেশীরা বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসকে অগ্নিকান্ডের বিষয়টি জানালে সন্ধ্যা নদীতে ফেরি পারাপারে প্রায় ঘন্টা খানেক বিলম্ব হওয়ার কারণে যথা সময় ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। যে কারণে ঘরটি সম্পূর্ণ ভশ্মীভূত হয়ে যায়। এসময় আগুনের লেলিহান শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাতেই ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম সমাপ্ত করে ফিরে আসে।স্হানীয়রা জানায় সুমন হাওলাদার মালয়েশিয়ার প্রবাসী হওয়ার কারণে দেশি-বিদেশি ফার্নিচার, টিভি, ফ্রিজ ওভেন সহ বেশ কিছু ইলেকট্রিক সামগ্রী বাসায় ছিল যা পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে সুমন হাওলাদার আন্তঃজেলা ট্রাক ড্রাইভার। প্রাথমিকভাবে ধারণা করা হয় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।