বরিশাল
বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা শুরু
মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, চ্যানেল আইয়ের বরিশাল ব্যুরো প্রধান সাইদ পান্থ, জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান। সঞ্চালনা করেন সুব্রত ঢাকী।
অনুষ্ঠানে বাহাউদ্দিন গোলাপ বলেন, ‘দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আলোকিত মানুষ গড়ে তুলতে হবে। বই পড়া ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েই সেই আলোকিত মানুষ তৈরি সম্ভব।’
বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনাসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রায় ১০ হাজার বই পাওয়া যাবে।
‘আলোকিত মানুষ চাই’–এই স্লোগান নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সারাদেশে এ ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদারসহ আরও অনেকে।