পটুয়াখালী
বাউফলে নিখোঁজ জেলের দুই দিন পড়ে লাশ উদ্ধার
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ জেলে ইমরানের (২২) এর দুইদিন পর লাশ উদ্ধার করেছে এলাকাবাসি।
রোববার (২৭ জুলাই) সকালে তেঁতুলিয়া নদীর কালাইয়া এলাকার খাল গোড়ার চর থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। নিহত ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায় সাহেব গ্রামের মনির শরীফের ছেলে। সে পেশায় একজন জেলে ছিল।
জানাগেছে,গত শুক্রবার (২৫ জুলাই) বিকালে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে নিমদী ঘাটে মাছ রেখে বরফ আনতে কালাইয়া যায় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে। বৈরি আবহাওয়া, বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে নিখোঁজ হয় সে ।
মো. হাবীব শরীফ বলেন, আমরা দুইজন একই সঙ্গে দুইটা নৌকা নিয়ে বের হই। ইমরান বরফ কেনার জন্য কালাইয়া বন্দর ঘাটের দিকে যায়। বিকেল চারটার দিকে স্থানীয় জেলেরা নৌকাটি উল্টে নদীতে ভাসছে দেখে আমাকে জানায়। এসময় গিয়ে দেখি ইমরান নেই ভাসছে তার নৌকা।
এ বিষয়ে কালাইয়া বন্দর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মো. সিদ্দিকুর রহমান বলেন, নিখোঁজ জেলেকে ( রবিবার) সকালে কালাইয়ার চরে ভাসতে দেখে স্থানীয়রা নিখোঁজ ইমরানের লাশ বলে শনাক্ত করে। পরে তার মৃত লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।