পটুয়াখালী
পটুয়াখালীতে ১০৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুইটি পৃথক অভিযানে ১০৬ পুরিয়া হেরোইনসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে দুইজন এবং পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে একজনকে আটক করে ডিএনসির জেলা কার্যালয়ের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কবির গাজী (৪২), জেলা শহরের জুয়েল তালুকদার জুলহাস (৩৮) এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের আরিফ গাজী ওরফে খালেক (২৮)।
ডিএনসির সদস্যরা জানান, পায়রা সেতু সংলগ্ন এলাকায় গ্রেপ্তার কবির গাজীর কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) ও জুয়েল তালুকদারের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন (৭ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুমকি থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে।
অন্যদিকে পৌর শহরের ৬নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আরিফ গাজীর কাছ থেকে ৫৬ পুরিয়া হেরোইন (১৫ গ্রাম) উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মাদক মামলা এফআইআর করা হয়েছে। এ সময় তাদের থেকে মোবাইল ফোন ও যাত্রী টিকেটও জব্দ করা হয়েছে।
পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিমুর রশীদ বলেন, ‘গ্রেফতারকৃতরা নিয়মিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’