গৌরনদী
গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে ২০টি পরিবারের রাস্তা বন্ধ
আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞার নির্দেশকে উপেক্ষা করে তৃতীয়বারের মতো ফের দেয়াল নির্মাণ করে আটকে দেওয়া হয়েছে ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা।
ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার তিখাসার মহল্লার। ভুক্তভোগী নুরুজ্জামান খান অভিযোগ করে বলেন—গৌরনদী ও পার্শ্ববর্তী কালকিনি উপজেলা থেকে অসংখ্য ভাড়াটিয়া লোকজন জড়ো করে আদালতের নির্দেশ অমান্য করে রাস্তার মধ্যে দেয়াল নির্মাণ করেছেন প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল সরদার। ভাড়াটিয়া লোকজনদের ভয়ে স্থানীয় কেউ তাদের সামনে যেতে সাহস পায়নি।
নুরুজ্জামান খান আরও অভিযোগ করেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা সত্ত্বেও তারা রহস্যজনক ভূমিকা পালন করে ঘটনাস্থলে আসেননি। যেকারণে কামাল সরদার তার লোকজন নিয়ে রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মাণ করে ২০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে ওই ২০টি পরিবার এখন অবরুদ্ধ হয়ে পড়েছেন।
সূত্রে আরও জানা গেছে, নুরুজ্জামান খানের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ১৭ সেপ্টেম্বর ওই সম্পত্তির ওপর আদালতের বিচারক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন। এ নিয়ে আগামী ১৩ নভেম্বর আদালতের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
গৌরনদী মডেল থানার এসআই মো. আমির হোসেন সরেজমিনে গিয়ে বিবাদী কামাল সরদারের উপস্থিতিতে গত ১৭ সেপ্টেম্বর আদালতের নির্দেশ জারি করেন।নুরুজ্জামান খান অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ অমান্য করে প্রবাসী কামাল সরদার ভাড়াটিয়া লোকজন নিয়ে রবিবার তৃতীয় দফায় ওই এলাকার ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে পাকা দেয়াল নির্মাণ করেছেন।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, প্রবাসী কামাল সরদার ওই রাস্তার জায়গা তার ক্রয় করা সম্পত্তি দাবি করে গত মাসে প্রথমে পাকা দেয়াল নির্মাণ করেছিলেন। ওই সময় স্থানীয় বাসিন্দারা নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় চলতি মাসের ১৪ সেপ্টেম্বর কামাল সরদার পুনরায় রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে পৌরসভার অনুমতি ছাড়া পাকা দেয়াল নির্মাণ করায় তা (দেয়াল) শ্রমিক দিয়ে ভেঙে দিয়েছেন এবং জনসাধারণের ব্যবহারের জন্য রাস্তা উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করেন।
এবার তৃতীয় দফায় (২৮ সেপ্টেম্বর) প্রবাসী কামাল সরদার আদালতের নিষেধাজ্ঞার নির্দেশ অমান্য করে রাস্তা বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছেন। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান, দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তিরা বলেন—তিকাসার গ্রামের রবিউল ভিলা সংলগ্ন পাইকবাড়ি এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তাটি তারা নিজস্ব অর্থায়নে একাধিকবার মেরামত করেছেন।
পরবর্তীতে সম্প্রতি গৌরনদী পৌরসভা থেকে রাস্তাটি সংস্কার করতে আসলে কালকিনি উপজেলার বাসিন্দা, বর্তমানে জমি ক্রয়সূত্রে তিখাসার মহল্লায় বসবাসরত প্রবাসী কামাল সরদার ও তার পরিবারের সদস্যরা বাধা প্রদান করেন।
এরপর তৃতীয়বারের মতো রবিবার ওই এলাকার ২০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি নিজের ক্রয় করা সম্পত্তি দাবি করে প্রবাসী কামাল সরদার রাস্তার মধ্যে পাকা দেয়াল নির্মাণ করেন। ফলে ২০টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে প্রবাসী কামাল সরদার বলেন, ২০১১ সালে আমার ক্রয় করা ২০ শতক সম্পত্তির মধ্যে স্থানীয় কতিপয় ব্যক্তিরা তিনটি রাস্তা দাবি করেন। আমি প্রধান সড়কের জন্য ইতোমধ্যে এক শতক জমি দিয়েছি।
তিনি আরও বলেন, বাকি দুইটি রাস্তার জন্য জমি না দেওয়ায় আমার ক্রয় করা জমিতে নির্মিত দেয়াল স্থানীয়রা একাধিকবার ভেঙে ফেলেছে। পুনরায় আমি আমার ক্রয় করা সম্পত্তিতে দেয়াল নির্মাণ করেছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।