বরিশাল
বরিশালে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী মাসুম গ্রেপ্তার
বরিশালে যুবলীগ নেতা মাসুম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে ভাটারখাল সিটি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মাসুম হলেন- বরিশাল সিটির ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক।
পরে বিএনপির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারকে হত্যা চেষ্টার পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলে পাঠানোর আদেশ দেন।
অভিযোগ আছে লেবু মাসুম বহুমুখী সিটি মার্কেটের পাইকারি বাজারকে কেন্দ্র করে ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বাজারে ব্যাবসায়িদের জিম্মি করে চাঁদা নেয়া থেকে শুরু করে শ্রমিকদের নির্যাতন করতেন। আওয়ামী লীগের সক্রিয় কর্মী থাকা সত্ত্বেও, স্বৈরাচারী সরকার পতনের পর , বিএনপি নেতাদের ছত্রছায়ায় ফের বেপরোয়া হয়ে ওঠেন মাসুম ওরফে লেবু মাসুম।
এ তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজনৈতিক মামলায় মাসুমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা মাসুম খান দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিল। এ ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী অসীম দেওয়ানের ডান হাত মাসুম ওরফে লেবু মাসুম।