ভোলা
জোয়ারের পানির স্রোতে ভোলায় বেড়িবাঁধে ভাঙন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশন, মনপুরা, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাঠঘাট, ফসলি জমি, মাছের ঘের, পুকুর ও গ্রামীণ রাস্তাঘাট। মসজিদ, লঞ্চঘাট, বাজারসহ বহু বসতঘর পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে। অনেক মানুষ ঘরবন্দী। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
জোয়ারের পানির স্রোতে শুক্রবার (২৫ জুলাই) রাতে চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়া বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমীন মিথি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে খেজুরগাছিয়া বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল; সেটি নির্মাণের কাজ চলমান। এরই মধ্যে আজ জোয়ারের পানির স্রোতে বাঁধ আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি পয়েন্টে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। পানি উন্নয়ন বোর্ড ইমার্জেন্সি ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত পয়েন্টে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে।