পিরোজপুর
পিরোজপুরে অনলাইন জুয়ায় হেরে বিকাশের মাঠকর্মীকে মেরে টাকা নিয়ে পালাল মানিকালেক্টর
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় বিকাশের ডিস্ট্রিবিউশন হাউজের মানি কালেক্টর মো. ফারহান কবির রাফির বিরুদ্ধে মো. ইয়াসিন নামে অফিসের এক মাঠকর্মীর মাথা ফাটিয়ে দুইলাখ আটষট্টি হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার তেঁতুলতলা নামক স্থানে বিকাশ ডিস্ট্রিবিউশন-১ হাউজের অফিসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আহত মো. ইয়াসিন হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ভুক্তভোগী আহত মো. ইয়াসিনের পিতা মো. রুহুল আমিন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ফারহান কবির রাফি বরিশাল নগরীর কাউনিয়ার কবির হোসেনের ছেলে। তিনি স্বরূপকাঠি-১ বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজে মানি কালেক্টর পদে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেছারাবাদ (স্বরূপকাঠি) ডিস্ট্রিবিউশন অফিসের মানি কালেক্টর মো. ফারহান কবির রাফি মোবাইলে জুয়া খেলে দেনা হয়ে মাঠকর্মীর অফিসের টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।
বাদী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিহারী গ্রামের মো. রুহুল আমীনের ছেলে স্বরূপকাঠি এ-১ বিকাশ ডিষ্ট্রিবিউশন হাউজে মাঠকর্মী পদে চাকরি করে। একই অফিসে অভিযুক্ত মো. ফারহান কবির রাফি মানি কালেক্টর পদে চাকরি করত। মানি কালেক্টর রাফি অফিসের টাকা দিয়ে মোবাইলে অনলাইন জুয়া খেলে অফিসের অজান্তে এক লাখ টাকার দেনা হয়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন দুপুরে অফিসের মাঠকর্মী ইয়াসিন সাথে নগদ ২৩ হাজার টাকা নিয়ে মার্কেটের ক্যাশ আনার জন্য অফিসের মানি কালেক্টর রাফির কাছে আসে। এ সময় রাফি ইয়াসিনকে অফিসে বসিয়ে তালা মেরে বাহিরে যায়। তিন ঘন্টা পর রাফি অফিসে এসে মার্কেটের অফিস এজেন্ট সার্ভিসের জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা দেয় জমা দেয়। তথন রাফি জুয়া খেলে হেরে যাওয়ার টাকা অফিসে পরিশোধের জন্য ওই টাকা থেকে ইয়াসিনের কাছে এক লাখ টাকা দাবি চায়। মাঠকর্মী ইয়াসিন সেই টাকা দিতে অস্বীকার করলে রাফি অফিসে রাখা ক্রিকেটের ষ্ট্যাম্প দিয়ে তার মাথায় সজোড়ে আঘাত করে। পরে তার ব্যাগ থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারহান কবির রাফি মুলত একজন মাদকসেবী। সে বিকাশে চাকরি নিয়ে অফিসে বসে জুয়া খেলত। জুয়া খেলে অফিসের অজান্তে মোটা অংকের টাকার দেনা হয়ে পড়ে। ওই অফিসের মাঠকর্মীকে হত্যা করে তার কাছে থাকা প্রায় আটলাখ টাকা ছিনিয়ে নিতে চেয়েছিল। ঘটনার দিন অফিসের ভিতর থেকে ডাক চিৎকার টের পেয়ে বিকাশের মাঠকর্মীরা ইয়াসিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. ফারহান কবির রাফির মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমীন জানান, বিকাশের অফিসে উভয়ের মধ্য মারামারি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা রুজুর প্রক্রিয়া চলমান।’’