পটুয়াখালী
মির্জাগঞ্জে মাদক সম্রাট জিয়া সিকদার আটক
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে অবশেষে আটক হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ জিয়া সিকদার (৪০)। মোহাম্মদ জিয়া সিকদার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত আকছেম মৃধার জামাতা।
বুধবার (২৪ জুলাই) রাত ৩টা ৫০ মিনিটের দিকে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং মির্জাগঞ্জ থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এ সময় দেউলী সুবিদখালী ইউনিয়নের রানিপুর-পূর্বদেউলী চৌরাস্তা বাসস্ট্যান্ড বাজারে জিয়া সিকদারের নিজ দোকান ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়।
দোকানের মধ্য হতে ৪০৫ গ্রাম গাঁজা, ২ কোটা শুকনা গাঁজা, ৬টি গাঁজা স্টিক, ৭টি দিয়াশলাই, ৩টি সিরিঞ্জ, ১টি চাকু, ১টি কাঁচি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করন যৌথবাহিনী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার পেছনে জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর গ্রেপ্তারে কিছুটা স্বস্তি প্রকাশ করছি আমরা।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জিয়া সিকদার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও এবার যৌথ বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জিয়া সিকদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।’