বরিশাল
ববির কর্মচারীদের নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেসব কর্মচারীদের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) সরবরাহ করা হয়েছে, তাঁদের জন্য তা পরিধান করা এখন থেকে বাধ্যতামূলক।
নোটিশে বলা হয়, যেসব কর্মচারী নির্ধারিত পোশাক পেয়েছেন, তাঁদের অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সেই পোশাক পরিধান করতে হবে। অন্যথায়, তাঁরা “শৃঙ্খলা বহির্ভূত আচরণ” হিসেবে গণ্য হবেন এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এ নির্দেশনা ২১ জুলাই ২০২৫ তারিখে জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রশাসক, প্রক্টরিয়াল বডি ও অন্যান্য দপ্তর প্রধানদের কাছে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।