পটুয়াখালী
পটুয়াখালীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক
পটুয়াখালী শহর সংলগ্ন শারিকখালি এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. রাসেল ফকির নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ২টি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডসহ রাসেলকে আটক করা হয়।
সেইসাথে, জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় কোস্টগার্ড।