কলাপাড়া
কুয়াকাটায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠিবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটায় বর্ণাঢ্য র্যালী ও পদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ বিকাল পৌর বিএনপি’র উদ্যোগে পৌরসভার চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে কুয়াকাটা চৌরাস্তায় পদসভায় মিলিত হয়।
পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। গুঁড়িগুঁড়ি বর্ষা উপেক্ষা করে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
র্যালী শেষে অনুষ্ঠিত পদসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আজিজ মুসুল্লি, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
এ সময় বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। দলের ৪৭ বছরের দীর্ঘ পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের দিক নির্দেশনা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করছে।