জাতীয়
দেশজুড়ে অভিযান : চার হাজার ৪৪০ কেজি পলিথিন জব্দ, জরিমানা আদায়
পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে সারা দেশে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযানে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর সংবাদ মাধ্যমে এসব তথ্য জানান।
তিনি জানান, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত চারটি মোবাইল কোর্টে নয়টি মামলার মাধ্যমে দুই লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ৪ হাজার ৪৪০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং চকবাজারের একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাজার, সুপারশপ ও দোকান মালিকদের সচেতন করতে লিফলেট বিতরণ ও সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়েছে।
অন্যদিকে, বান্দরবানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় কয়েকজন গাড়িচালককে সতর্ক করা হয়।
এছাড়া ঢাকার নিকুঞ্জ এলাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে একটি মোবাইল কোর্ট পাঁচটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।