পটুয়াখালী
বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) রাতে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবাসহ হাসান গাজি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ। তিনি ওই গ্রামের হালিম গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার রাতে সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেন
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।