বরিশাল
বরিশালে শিক্ষক দম্পতির মাদরাসাপড়ুয়া ছেলে নিখোঁজ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকা থেকে মাহমুদ সরদার নামের ১৭ বছর বয়সী এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। সে বাবুগঞ্জের খানপুড়া আলিম মাদরাসা থেকে চলতি এইচএসসি (আলিম) পরীক্ষায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার তার পরীক্ষা রয়েছে।
তার মা মোসাম্মৎ মাহফুজা বাবুগঞ্জের রাজগুরু নতুন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাবা আব্দুল হামিদ সরদার একটি মাদরাসায় শিক্ষকতা করেন।
নিখোঁজ মাহমুদ সরদারের পরিবার জানিয়েছে, গত ২২ জুলাই দুপুর ১টার দিকে বাসা থেকে বেরিয়ে মাহমুদ আর বাসায় ফেরেনি। নিখোঁজের পর বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করেছেন, কিন্তু সন্ধান মেলেনি। এ ঘটনায় ওই দিনই তার মা মাহফুজা বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ঘটনা তদন্ত করছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুর রহমান। তিনি বলেন, নিখোঁজ মাহমুদের সঙ্গে একটি ডিভাইস (ইলেকট্রনিক যন্ত্র) ছিল। সেটি ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছিল না। তাই বাসা থেকে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।