ঝালকাঠি
ঝালকাঠিতে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের মালামাল নিয়ে গেল প্রতিষ্ঠাতার ছেলে
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ২৬ নম্বর দোগল চিড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার এ্যঙ্গেল শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার ছেলে জোরপূর্বক নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। রোববার (৩১ আগস্ট) দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন খানম এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন খানম জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৃত মোতাহার হাওলাদারের ছেলে নুরুল ইসলাম জোরপূর্বক লোকজন নিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের টিন ও লোহার এ্যঙ্গেল নিয়ে গেছে। আমি বাধা দিলে আমাকে বিভিন্ন রকমের হুমকি দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে নুরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের পুরাতন ভবনটি ২০১০ সালে নিলামে বিক্রি করা হয়েছে। এটা মাদরাসার ভবন, টিন ও এ্যঙ্গেল-এর মালিক আমি।
এ বিষয়ে ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’