বরিশাল
বরিশালে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক : বরিশালে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করার আলোচনা করায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মোঃ মিরাজ হাওলাদার নামের এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সদর উপজেলার সাহেবেরহাট বাজারের যাত্রী ছাউনির পাশে খোকনের চা দোকানে এ ঘটনা ঘটে।
আহত হলেন- ৮ নং চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হাওলাদার। তিনি বন্দর থানাধীন রায়পুরা গ্রামের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে ও বিএনপির একজন ত্যাগী নেতা। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিএনপি নেতার উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
আহত সূত্রে জানা যায়, প্রতিপক্ষরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষের উপর স্টীম রোলার চালায় ও সাধারণ মানুষকে জিম্মি করে হয়রানি, চাঁদাবাজি, জমি দখলসহ নানা অপকর্ম করে আসছিল। গত বছর ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতন হলেও তারা এলাকায় আধিপত্য ধরে রেখে একাধিক অপকর্ম করে যাচ্ছিল। ঘটনার দিন পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন ও সফল করা নিয়ে চায়ের দোকানে বসে আলোচনা করছিল বিএনপি নেত মিরাজ। এতে ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে শামীম হাওলাদার, হানিফ হাওলাদার, বশিরসহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মিরাজকে পিটিয়ে গুরুতর আহত করেন। এসময় ডাক চিৎকার শুনে খলিল খান ও নান্টু হাওলাদার বাঁচাতে ছুটে আসলে তাদেরকে মারধর করা হয়।
পরে স্বজনরা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করে। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন- এখনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।