ভোলা
লালমোহনে এক কেজি গাঁজাসহ গৃহবধূ আটক
ভোলার লালমোহন উপজেলায় এক কেজি গাঁজাসহ রেহেনা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বম্বিত রায় সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঙ্গলসিকদার এলাকার টাওয়ার রোডের ভাড়া বাসা থেকে ওই গৃহবধূকে আটক করেন।
এ সময় পালিয়ে যান তার স্বামী ইমরান। এসআই স্বম্বিত রায় জানান, নোয়াখালীর মাইজদির ইমরান নামে এক যুবকের সঙ্গে ১৫ বছর আগে ঢাকায় পরিচয় হয় রেহেনা বেগমের। পরিচয়ের পর তাদের বিয়ে হয়। রেহেনা বেগম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকার হামিদ হাওলাদার বাড়ির মৃত আতারুজ্জামানের মেয়ে।
তবে বিয়ের পর রেহেনা বেগম এবং তার স্বামী ইমরান মঙ্গলসিকদার বাজারের টাওয়ার রোডের একটি বাসায় ভাড়া থাকা শুরু করেন। এই বাসা থেকেই স্বামীর সঙ্গে মাদক কারবারে জড়িয়ে পড়েন রেহেনা বেগম। দীর্ঘদিন ধরেই চলছে তাদের এই মাদকের কারবার।
তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেহেনা বেগমের ওই ভাড়া বাসায় ওসি স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রেহেনা বেগমের স্বামী ইমরান। তবে অভিযানের সময় ঘরে তল্লাশী চালাতে গেলে রেহেনা বেগম আলমারিতে গাঁজা রয়েছে বলে জানান।
এরপর ওই আলমারির ভেতর থেকে পলিথিন ভর্তি এক কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারির বাসায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছেন।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তার স্বামী ইমরান। আটককৃত গৃহবধূকে থানায় আনা হয়েছে। পালিয়ে যাওয়া ওই গৃহবধূর স্বামীকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূকে আদালতে পাঠানো হয়েছে।