বরিশাল
স্বাস্থ্য উপদেষ্টা অথর্ব, উনাকে দিয়ে কিছু হবে না : মহিউদ্দিন রনি
স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের ২৮তম দিনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনকারীরা সংস্কারসমূহের লিখিত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, আমাদের আন্দোলনের ফলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৯৫টি অচল মেশিন সচল করা হয়েছে। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে ট্রলিম্যান নিযুক্ত করা হয়েছে। আন্দোলন থেমে গেলে এসব স্থানে আবারো সিন্ডিকেট গড়ে উঠবে না তার গ্যারান্টি নেই। এজন্য মৌখিক সংস্কার হলেই চলবে না আমরা চাই সিন্ডেকেটের বিরুদ্ধে স্থায়ী সমাধান।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, কিছুদিন আগে আমরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। আজকে এসেছি তার আপডেট জানতে। তিনি আমাদের দাবিসমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন কিনা? বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? সেটাই জানার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।
তিনি আরও বলেন, আমরা দাবি করেছিলাম যে, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে নিজ চোখে পরিস্থিতি দেখবেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি তিনি একজন অথর্ব, তার দ্বারা কিছু হবে না। তারপরও আমরা হতাশ হইনি। যতদিন না আমাদের দাবিসমূহ বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
আন্দোলনকারীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গেটে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি। যদিও আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলার জন্য অনুমতি পান। তবে দুপুর ২টা পর্যন্ত বিভাগীয় কমিশনার তার কার্যালয়ে ছিলেন না।